গভীর রাত : অপেক্ষার পালা

এম এ মালেক,শিববাড়ি থেকে ::: এখন রাত ৩ টা ১০ মিনিট। চারিদিকে শুনসান নিরবতা। পাঁচ তলা ভবনের ভেতর শত মানুষের আহাজারি। নেই খাবার। পুলিশ আর সাংবাদিকরা ছাড়াও এলাকার হাজারো মানুষ অপেক্ষার প্রহর গুনছেন। কি আছে ঐ আতিয়া মহলের ভেতর অবস্থান করা নিরীহ মানুষের ভাগ্যে। জঙ্গিদের কাছে জিম্মি থাকা মানুষগুলো এখন অসহায়। একটু পর ভোর হবে। উঠবে সূর্যের আলো। তারপর ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাচ্ছেন, কোনো অনাকাংখিত ঘটনা ছাড়াই ভবনের মানুষগুলো যেনো সুস্থ অবস্থায় ফিরে আসে। এখন আতিয়া ভবনের ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছেনা। শুধুই নিরবতা। পুলিশসহ আইনশৃঙ্খলা … Continue reading গভীর রাত : অপেক্ষার পালা